শিল্পখাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে শিল্পপতিদের উদ্বেগ
- By Jamini Roy --
- 08 January, 2025
শিল্পখাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্যাপএক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ প্রসঙ্গে কথা বলেন।
উপদেষ্টা জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সরকারের জন্য সুখকর নয়। তবে বর্তমান পরিস্থিতিতে এটি করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, "শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর আগে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এ প্রক্রিয়া পরিচালিত হবে।"
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, "উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা ছাড়া গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হলে অনেক কারখানা গুটিয়ে নিতে বাধ্য হবে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে না।"
রাসেল আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে শিল্প খাতে উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যা দেশীয় শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "গ্যাসের দাম ৭০-৭৫ টাকা পর্যন্ত বাড়ানো কেন প্রয়োজন? এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে শিল্প খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়নি। এটি গ্রহণযোগ্য নয়।"
শিল্প উদ্যোক্তারা গ্যাসের দাম বৃদ্ধিকে দেশের অর্থনৈতিক পুনর্গঠনের পথে একটি বড় বাধা বলে উল্লেখ করেছেন। বিশেষত, রপ্তানি-নির্ভর শিল্প খাতে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় উদ্যোক্তারা পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মোকাবিলায় গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত গ্রহণের আগে সব পক্ষের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।